Home / বড় পর্দা / শামীমের নির্দেশনায় প্রথম সিনেমা ‘আমার প্রেম আমার প্রিয়া’

শামীমের নির্দেশনায় প্রথম সিনেমা ‘আমার প্রেম আমার প্রিয়া’

 মিডিয়া ভুবন২৪.কম- এর আগে বেশ কিছু নাটকে নির্মাণ করে দর্শকের কাছে প্রশংসিত হয়েছিলেন নির্মাতা শামীমুল ইসলাম শামীম। তবে এবারই প্রথম তিনি সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন। আগামী ৮ই ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তার পরিচালিত প্রথম সিনেমা ‘আমার প্রেম আমার প্রিয়া’। এই সিনেমার প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন কায়েস আরজু ও পরীমনি। সিনেমাটিতে সালমান শাহ-শাবনূর অভিনীত জাকির হোসেন রাজু পরিচালিত একটি ছবির ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে’ শীর্ষক একটি গান আবার ব্যবহৃত হয়েছে। এর আগে গানটি গেয়েছিলেন আগুন ও সাবিনা ইয়াসমিন। এই সিনেমার জন্য গানটি নতুন করে গেয়েছেন ইমরান ও খেয়া। গানটির দৃশ্যায়নে অংশ নিয়েছেন আরজু ও পরীমনি।

Check Also

দেশের সব বড় হলে ‘আমার প্রেম আমার প্রিয়া’

মিডিয়া ভূবন২৪.কম–দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুক্রবার (৮ ফেব্রুয়ারী) সারাদেশে মুক্তি পাচ্ছে আমার প্রেম আমার প্রিয়া। …