Home / বড় পর্দা / দৌড়বিদদের উৎসাহ দিলেন তারকারা

দৌড়বিদদের উৎসাহ দিলেন তারকারা

মিডিয়া ভূবন২৪- ঢাকাই সিনেমার কয়েকজন অভিনেত্রীকে পাওয়া গেল দৌবিদের সাজে। ১ ফেব্রুয়ারি কাক ডাকা ভোরে হাতির ঝিলে হাজির হন অপু বিশ্বাস, নিপুণ ও বিন্দু। হঠাৎ দৌড়বিদ হয়েছেন তারা? না, বিষয়টি ঠিক তেমন নয়, দৌড়বিদদের উৎসাহ দিতে গিয়েছিলেন তারা।

কয়েক বছর ধরেই শীতের সকালে দৌড় প্রতিযোগিতার আয়োজন করে আসছে ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ। সেই ধারাবাহিকতায় মানবতার কল্যাণে তহবিল সংগ্রহের উদ্দেশে গতকাল সকাল ৭টায় হাতিরঝিলে এটি আয়োজন করা হয়।

ব্র্যাক ব্যাংক সূত্রে জানা গেছে, ‘ব্র্যাক ব্যাংক দৌড়-২০১৯ : কল্যাণের পথচলা’ নামের এ প্রতিযোগিতা মূল উদ্দেশ্য ফান্ড তৈরি করা। এর অর্থ শিশুদের চিকিৎসা সেবায় ব্যবহার করা হবে। আয়োজনে আরও অংশ নেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবং হাতিরঝিল সমন্বিত উন্নয়ন শীর্ষক প্রকল্পের পরিচালক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ।

আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরএফ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও চৌধুরী আখতার আসিফ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সারাদেশ থেকে আসা ব্র্যাক ব্যাংক ও এর অঙ্গপ্রতিষ্ঠানের কর্মকর্তারা এই ম্যারাথন দৌড়ে অংশ নেন।

Check Also

বিদায় জানানোর সময়ও নেই তাদের

মিডিয়া ভূবন২৪- না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ। গত …