Home / বড় পর্দা / বাগদান সারলেন তামিম-পরীমনি

বাগদান সারলেন তামিম-পরীমনি

মিডিয়া ভূবন২৪-ভালোবাসা দিবসে বাগদান হয়ে গেল তামিম হাসান ও চিত্রনায়িকা পরীমনির। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি তাদের প্রেম আর ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি তাদের বাগদান সম্পন্ন হয়।

বৃহস্পতিবার ছিল বিশ্ব ভালোবাসা দিবস। আর বাগদানের জন্য এই দিনটিই বেছে নিয়েছেন তারা। পরীমনি জানালেন, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘দুই পরিবারের উপস্থিতিতে বাসায় বসে বাগদান হয়েছে আমাদের। এখনো অনেকগুলো প্রোগ্রাম বাকি রয়েছে। সেগুলো সবাইকে সঙ্গে নিয়ে করতে চাই।’

কবে হচ্ছে বিয়ে? অনেকটা ঠাট্টার ছলেই পরীমনি বললেন, ‘কোনো এক ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে।

উল্লেখ্য, তামিম হাসান একটি জাতীয় দৈনিক পত্রিকার বিনোদন প্রধানের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া, একটি বেসরকারি রেডিও স্টেশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘লাভগুরু’র উপস্থাপক। তামিম সকলের নিকট ‘লাভগুরু’ হিসেবেই পরিচিত।

Check Also

শ্রাবন্তী সুপার-ডুপার হিট বলছেন‘যদি একদিন’

মিডিয়া ভুবন২৪- ‘সিনেমা শেষ হওয়ার পর যখন দর্শকদের তুমুল করতালি শুনলাম, তখনই বুঝলাম যদি একদিন …