Home / বড় পর্দা / পাঁচ বছরের পুরস্কার প্রদান করল ‘বাচসাস’

পাঁচ বছরের পুরস্কার প্রদান করল ‘বাচসাস’

মিডিয়া ভূবন24-প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। এ উপলক্ষে শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের প্রধান মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুধু তাই নয়, এ দিনটিকে স্মরণীয় করে রাখতে গত পাঁচ বছরের বাচসাস চলচ্চিত্র পুরস্কারও প্রদান করা হয়।

শুক্রবার সকাল ১০টায় বাচসাস’র সুবর্ণজয়ন্তী উৎসব উদ্বোধন করা হয়। সারা দিন সেমিনার, প্রীতি বিতর্ক, পোস্টার প্রদর্শনী ও চলচ্চিত্র প্রদর্শনী হয়। সন্ধ্যা ৬টায় নবনির্মিত আর্কাইভ ভবন মিলনায়তনে বাচসাস চলচ্চিত্র পুরস্কার বিতরণের ৩৯তম আসর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

জমকালো এই আয়োজনে শোবিজের অনেক তারকাকে দেখা গেছে। ছিলেন আলমগীর, অপু বিশ্বাস, মমতাজ, সিয়াম, পূজা, রুনা খান, কুমার বিশ্বজিৎ। অনুষ্ঠানটি উপস্থপনা করেন সৈকত সালাউদ্দিন ও শান্তা জাহান। বাচসাস’র সুবর্ণজয়ন্তীর এ আসরে আজীবন সম্মাননা প্রদান করা হয় বরেণ্য চিত্রনায়ক আলমগীরকে। বিশেষ ইমেরিটাস অ্যাওয়ার্ড দেওয়া হয় চারজনকে। তারা হলেন কোহিনূর আখতার সুচন্দা (অভিনয়), সৈয়দ হাসান ইমাম (অভিনয়), মির্জা আবদুল খালেক (প্রদর্শক) ও ফরিদুর রেজা সাগর (প্রযোজক)। শুক্রবার রাত ৮টায় চলচ্চিত্রের এই গুণী ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

এদিকে ইমেরিটাস অ্যাওয়ার্ড পাওয়ার পর ফরিদুর রেজা সাগর বলেন, ‘এ দেশে যখন চলচ্চিত্র তৈরি হতো না তখন আমার বাবা চলচ্চিত্র বিষয়ক পত্রিকার সম্পাদক ছিল। আমার মাও এর সঙ্গে জড়িত। আজকের এই পুরস্কারটি আমার মায়ের জন্য।’

সৈয়দ হাসান ইমাম বলেন, ‘এর আগেও বাচসাস থেকে আমাকে সম্মাননা প্রদান করেছিল। এবার প্রথম ‘ইমেরিটাস অ্যাওয়ার্ড’ পেলাম।’

সাবিনা ইয়াসমিন বলেন, ‘আমাকে সম্মাননা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি গর্বিত। বাচসাস আমার পাশে সব সময় ছিল, ভবিষ্যতেও থাকবে আশা করছি।

উল্লেখ্য, ১৯৬৮ সালের ৫ এপ্রিল তৎকালীন চলচ্চিত্র সাংবাদিকদের এক সভায় গঠিত হয় ‘পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। দেশ স্বাধীন হওয়ার পর সেটির নাম দাঁড়ায় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’, সংক্ষেপে ‘বাচসাস’।  মুক্তিযুদ্ধের আগে জন্ম হলেও মূলত ১৯৭৪ সাল থেকে পুরস্কার প্রদান শুরু করে সংগঠনটি। তবে নানা কারণে গত ৫ বছর বাচসাস পুরস্কার প্রদান করা হয়নি।

Check Also

বিদায় জানানোর সময়ও নেই তাদের

মিডিয়া ভূবন২৪- না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ। গত …