Home / বড় পর্দা / মুগ্ধ করলো সাইয়েন্স ফিকশন চলচ্চিত্র ‘বিজলী’

মুগ্ধ করলো সাইয়েন্স ফিকশন চলচ্চিত্র ‘বিজলী’

বাংলাদেশে সাইয়েন্স ফিকশন চলচ্চিত্র হয় না বললেই চলে। পরিচালক ইফতেখার চৌধুরী প্রায় দুই বছরের সময়
নিয়ে এমন একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। ‘বিজলী’ নামের চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে শুক্রবার (১৩ এপ্রিল)।
মুক্তি উপলক্ষে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাতে আয়োজিত প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, পরিচালক ইফতেখার চৌধুরী, নায়িকা ইয়ামিন হক ববি, নায়ক রণবীর, শিমুল খান, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ প্রমুখ। প্রিমিয়ার শেষে প্রশংসায় মেতে উঠেন আমন্ত্রিত অতিথিরা। চলচ্চিত্রটি সকলকে মুগ্ধ করেছে।
নায়িকা ববি বাংলানিউজকে বলেন, আমি খুব উচ্ছ্বসিত। প্রিমিয়ারে ছবিটি দেখে সবাই ভালো বলছেন, প্রশংসা করছেন। এটি অন্যরকম তৃপ্তি। এখন আশা করি সারাদেশের মানুষ ‘বিজলী’ দেখবেন। আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন। কলকাতার নবাগত অভিনেতা রণবীর বলেন, বাংলাদেশের ছবিতে আমার অভিষেক হচ্ছে। আমি অনেক আনন্দিত। এখনকার মানুষ ও দর্শক খুব আন্তরিক। বিষয়টি আমার মন কেড়েছে। ‘বিজলী’ একটি দারুণ জার্নি ছিলো। ‘বিজলী’তে ববি ছাড়াও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, আহমেদ শরীফ, মিজু আহমেদ, টাইগার রবি, শিমুল খান, কলকাতার অভিনেতা শতাব্দী রায় ও রণবীর প্রমুখ। ছবিটি পরিবেশনা করেছেন জাজ মাল্টিমিডিয়া। garageexperience.ca

Check Also

বিদায় জানানোর সময়ও নেই তাদের

মিডিয়া ভূবন২৪- না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ। গত …