Home / নতুন খবর / হাফিজের ”অচিনপুর” এ আলভী-জারা

হাফিজের ”অচিনপুর” এ আলভী-জারা

মিডিয়া ভূবন২৪.কম- সম্প্রতি মাই সাউন্ডের ব্যানারে  নির্মিত হলো তরুন কণ্ঠশিল্পী হাফিজের নতুন মিউজিক ভিডিও ”অচিনপুর”। ”তুই যাসনা অচিনপুর,আমার গায়ে লাগে রোদ্দুর,আমার হৃদ মাঝারে আয়,নিয়ে যাবো অচিনপুর” চমৎকার এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন শিল্পী নিজেই।  গানটির সঙ্গীতায়োজন করেছেন অমিত। গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন এই প্রজন্মের জনপ্রিয় দুই মডেল আলভী ও জারা।

গানটি সম্পর্কে শিল্পী হাফিজ বলেন, আমার প্রথম একক অ্যালবাম ”অচিনপুর” । যেখানে ছয়টি গান দিয়ে সাজানো অ্যালবামটি। অ্যালবামের টাইটেল গান ”অচিনপুর” ।  গানটি খুব যতœ নিয়ে করা। আমি চেষ্টা করেছি সবার থেকে একটু  আলাদা ভাবে উপস্থাপন করতে। ভিডিওটিও খুব সুন্দর করে গানের কথার সাথে মিল রেখে নির্মিত হয়েছে। আশাকরি সবার ভালো লাগবে।

উল্লেখ্য,আসছে ভালোবাসা দিবস উপলক্ষে ভিডিওটি মাই সাউন্ড এর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

 

 

 

 

Check Also

চিত্রনায়ক শাহরিয়াজ দুর্ঘটনায় আহত

মিডিয়া ভূবন২৪- চিত্রনায়ক শাহরিয়াজ গতকাল রামপুরার রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি …