Home / তারাকা কথন / ২০ এপ্রিল নতুন ছবি আলতা বানু শুভমুক্তি

২০ এপ্রিল নতুন ছবি আলতা বানু শুভমুক্তি

মিডিয়া ভূবন২৪ প্রতিবেদক : ফরিদুর রেজা সাগরের কাহিনী অবলম্বনে বৃন্দাবন দাসের চিত্রনাট্য ও অরুণ চৌধুরীর পরিচালনায় মেট্রোসেম নিবেদিত ইমপ্রেস টেলিফিল্মের ‘আলতা বানু’ মুক্তি পেতে যাচ্ছে ২০ এপ্রিল। ঢাকাসহ দেশের ৭টি প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। দুই বোনের এক অনন্য গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ হয়েছে। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, দিলারা জামান, সাবেরী আলম প্রমুখ। ‘আলতা বানু’ চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে গতকাল ১৮ এপ্রিল দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, মেট্রোসেম গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল­াহ, গুণী অভিনেত্রী দিলারা জামান, নির্মাতা অরুণ চৌধুরী, চিত্রনাট্যকার বৃন্দাবন দাস, নরেশ ভূঁইয়া, সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে ছবিটির নানাদিক নিয়ে কথা বলেন অতিথিরা। সংবাদ সম্মেলন শেষে প্রমোশনাল উপলক্ষে গত ৩ এপ্রিল সিস্টারহুড নামে একটি সেলফি কনটেস্টের আয়োজন করা হয়েছিল। প্রায় ৫৭ হাজার লাইকার কয়েক হাজার সেলফির মধ্যে থেকে ১০টি সেলফিকে সেরা বিবেচনায় এনে তাদের পুরস্কৃত করা হয়। garageexperience.com

Check Also

বিদায় জানানোর সময়ও নেই তাদের

মিডিয়া ভূবন২৪- না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ। গত …