Home / তারাকা কথন / ‘ঢাকা অ্যাটাকের’১ মিনিটে ধামাকা (ভিডিও)

‘ঢাকা অ্যাটাকের’১ মিনিটে ধামাকা (ভিডিও)

গতকাল মঙ্গলবার বিকালে বিএফডিসিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ইউটিউবে প্রকাশ করা হয়েছে ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রথম টিজার।  ছবিটি নিয়ে আগ্রহের শেষ ছিল না দর্শকদের। আর ১ মিনিটের এই টিজার প্রকাশের পরই ধামাকা সৃষ্টি করেছে। প্রশংসার জোয়ারে ভাসছে ছবির টিজার। দীপঙ্কর দীপনের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, আফজাল হোসেন, এবি সুমন, নওশাবা, শতাব্দী ওয়াদুদ সহ দেশের পুরো পুলিশ বাহিনী। বেশ বড় আয়োজনের এই ছবির কাজ শুরু হয় চলতি বছরের জানুয়ারিতে।

বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’-এর কাজ। আর চলতি মাসে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের কাজ। ‘ঢাকা অ্যাটাক’ এর কাহিনি লিখেছেন সানী সানোয়ার। ঢাকা পুলিশ পরিবার ও ফ্ল্যাশ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এটি নির্মিত হচ্ছে।

Check Also

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিতে অপু-বাপ্পীর রসায়ন

দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির বাকি অংশের শ্যুটিং করছেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। …