Home / নতুন খবর / ইমন খানের গানের মডেল প্লাবন কোরেশী

ইমন খানের গানের মডেল প্লাবন কোরেশী

মিডিয়া ভূবন২৪.কম– আজ “মিউজিক হাট” এর ব্যানারে বিকালে প্রকাশ পাবে জনপ্রিয় গায়ক ইমন খানের নতুন গান “রূপা আমি ভালো নেই” এর মিউজিক্যাল ফিল্ম।আর গানটিতে মডেল হয়েছেন গীতিকার, সুরকার এবং গায়ক প্লাবন কোরেশী লেখালেন। তার সঙ্গে এই গানে আরও অভিনয় করেছেন সামান্তা শিমু এবং ইমন খান নিজে। মিউজিক হাট’ এর ব্যানেরে  ইমন খানের ‘রূপা আমি ভালো নেই’ মিউজিক ভিডিওটি নির্মান করেছেণ ব্যাস্ত ভিডিও নির্মাতা বি কে শাহীন খান।

এ ব্যাপারে ইমন খান বলেন, রূপা আমার স্বপ্নের নায়িকা। রূপা আমার বেদনার নাম। প্লাবন ভাই বরাবরের মতোই খুব যত্ন নিয়ে আমার জন্য গানটি করেছেন। আর নিজের গাওয়া গানের বাইরে এই প্রথম প্লাবন ভাই কোনো গানে অভিনয় করেছেন, এটা আমার জন্য বড় প্রাপ্তি।

প্লাবন কোরেশী বলেন, আমি গানের মানুষ। অভিনয় করা তো আমার কাজ না। ইমন খান আর শাহীন খানের কথা রাখতে গিয়ে অভিনয়টা করা হলো। খুব কষ্টকর কাজ এটা। ভবিষ্যতে অভিনয় করার সম্ভাবনা শতকরা শুন্য ভাগ। তবে নিজের গাওয়া গানে দর্শকরা আমায় দেখতে পাবেন।

শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, শুটিং আমার কাছে নতুন নয়। আমি তো আগেই আমার নিজের গানে অভিনয় করেছি। আর অনেক গানের শুটিং এ থাকতে হয়েছে। এই গানের অভিজ্ঞতা যদি বলতে বলেন, তবে বলবো, গানের একটি দৃশ্য ছিলো, যেখানে রোড এক্সিডেন্টে ইমন আহত হবে। এই দৃশটি করতে গিয়ে ইমন সত্যি-সত্যি আহত হলো। তার পায়ের চামড়া উঠে গেলো। এটা দেখে আমার খুব খারাপ লেগেছিল।

Check Also

শখের গোয়েন্দা জোভান ও টয়া

মিডিয়া ভুবন২৪– শখের গোয়েন্দা জোভান। তার কাছে নিজের পাতানো প্রেম ভাঙতে সাহায্যের জন্য যান টয়া। …