Home / নতুন খবর / প্রথম আকাশ সেন’র সুরে কাজী শুভ’র ‘নাম্বার ওয়ান প্রেমিক’

প্রথম আকাশ সেন’র সুরে কাজী শুভ’র ‘নাম্বার ওয়ান প্রেমিক’

মিডিয়া ভুবন২৪- ভালোবাসা দিবস উপলক্ষ্যে সঙ্গীতশিল্পী কাজী শুভ’র কণ্ঠে ‘নাম্বার ওয়ান প্রেমিক’ শিরোনামের গান প্রকাশ পেতে যাচ্ছে। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়।
 
প্রিয় চট্টোপাধ্যয়ের কথায় গানটির সুর-সঙ্গীতায়োজন করেছেন আকাশ সেন। এর ভিডিওতে কাজী শুভর সঙ্গে মডেল হয়েছেন আসিফ ইমরোজ ও শিমু। ফারুকের কোরিওগ্রাফিতে ভিডিওচিত্র নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ।
 
এ প্রসঙ্গে কাজী শুভ বলেন, এবারের ভালোবাসা দিবসে আমার অনেকগুলো কাজের মধ্যে এটি অন্যতম। এটি একট দ্রুত লয়ের গান। আশা করছি গানটি ভালোবাসা দিবসে শ্রোতাদের মনে বাড়তি আনন্দ যোগ করবে।
 
বুধবার (আজ ১৩ ফেব্রুয়ারি সন্ধা ৭টায়) ম্যাক্স ব্যাগ এন্টারটেইমেন্ট’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে শুভ’র কণ্ঠের ‘নাম্বার ওয়ান প্রেমিক’ গানটি।

Check Also

আবারও বি ইউ শুভ’র নাটকে অপুর্ব ও মেহজাবিন

জিয়াউদ্দিন আলম- ভালোবাসা দিবসে অপুর্ব ও মেহজাবিন এর সেরা নাটক ‘ফার্স্ট লাভ’ উপহার দিয়ে আলোচনায় আসেন …