Home / নতুন খবর / এফ এ প্রিতমের গার্লফ্রে্ডের বিয়া’র পরে ১০০% বাঙাল

এফ এ প্রিতমের গার্লফ্রে্ডের বিয়া’র পরে ১০০% বাঙাল

মিডিয়া ভূবন২৪–  একের পর এক ধামাকা নিয়ে হাজির হচ্ছে তরুণ সুরকার ও সঙ্গীত শিল্পিী এফ এ প্রিতম ।  আমার গার্লফ্রে্ডের বিয়া খ্যাত এফ এ প্রিতম আবার নতুন গানে মিউজিক ভিডিও ‘১০০% বাঙাল” । এবারের গানে উঠে এসেছে বেকার জীবনের প্রেমের গল্প। আজ  ১৪ মার্চ দুপুরে ‘১০০% বাঙাল” গানের মিউজিক ভিডিওটি প্রকাশ করেছেন সিডি ভিশন এর ইউটিউব চ্যানেলে। এইচ এম রিপনের কথায় গানটির সুর ও কন্ঠ দিয়েছেন এফ এ প্রিতম। সঙ্গীত পরিচালনা করেছেন শোভন রায়।

‘১০০% বাঙাল” জাঁকজমক পূর্ণ মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন দুষ্টু-মিষ্টিজুটি প্রিন্স ও স্নেহা। ভিডিওটি নির্মান করেছেন জনপ্রিয় নাট্য নির্মাতা ও ভিডিও নির্মাতা মাইনুল হাসান খোকন ।

এফ এ প্রিতম এর এর আগে অনেক গুলো মিউজিক ভিডিও প্রকাশ হয় । উল্লেখ্য  ‘কেন বুঝো না’ আমার গার্লফ্রে্ডের বিয়া, তোর চাওয়াতে’ স্বপ্ন নেই চোখে’ ভালোবাসিরে, কতটা ভালোবাসি, তোমার  একটু ছোয়া, ওরে প্রিয়া, ও এখনও ভালোবাসি তোমায়।

গানটি সম্পর্কে প্রিতম বলেন, আমি সব সময় অন্যের গানে সুর করতেই পছন্দ করি। এ পর্যন্ত চলচ্চিত্রসহ অনেক শিল্পীদের গান করেছি এবং আরো অনেকগুলো কাজ হাতে রয়েছে। তবে প্রায় এক বছর পর আমি গান গাইলাম আমার গার্লফ্রে্ডের বিয়া। সেই গানের ভিউ এক কোটির কাছাকাছি । তবে আবার নতুন শিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছি ।

‘১০০% বাঙাল” গানের কথাগুলো অনেক সুন্দর। আমার বিশ্বাস শ্রেুাতাদের অনেক ভালো লাগবে। আমি বরবারই ভালো কিছু করার চেষ্টা করি। এবারও চেষ্টা করেছি; ভালো কিছু উপহার দিতে। মিউজিক ভিডিওটিও অসাধারণ। সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি শ্রেুাতাদের ভিন্ন কিছু উপহার দিতে। আজ গানটি বাজারে এসেছে সিডি ভিশনের ভ্যানারে । আশা করছি সবার ভালো লাগবে।


পর

Check Also

হোমায়েরা বশির এর“অনুভূতির শিরায় শিরায়”

মিডিয়া ভুবন২৪– আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লেজার ভিশন এর ব্যানারে প্রকাশিত হল শিল্পী হোমায়েরা বশির …