Home / মিউজিক / শুক্রবার বিকেল বেলাতে’ প্রেমে পড়লেন মিলন!

শুক্রবার বিকেল বেলাতে’ প্রেমে পড়লেন মিলন!

জনপ্রিয় কন্ঠশিল্পী মিলন। ‘শুক্রবার বিকেল বেলাতে’ মডেল তাহি’র প্রেমে পড়েছেন তিনি। তবে বাস্তবে নয়। তার সদ্য মুক্তিপ্রাপ্ত গান ‘শুক্রবার বিকেল বেলাতে’ ঘটেছে এমনটি। আর সেই গানের মিউজিক ভিডিওতে নেঁচে-গেয়ে নিজের প্রেম নিবেদন করতে দেখা গেছে স্বয়ং কন্ঠশিল্পী মিলনকে। গানটি এস এস মিউজিক ক্লাবের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে গেলো বৃহস্পতিবার। এই অসাধারণ রোমান্টিক গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন এবং সুরারোপ করেছেন স্বয়ং মিলন। গানটির সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। গানটির ভিডিওতে অ।িনয় করেছেন মিলন এবং তাহি। গানটির একটি রোমান্টিক ধাঁচের ভিডিও নির্মান করেছেন ওসমান মিরাজ।

গানটি সম্পর্কে মিলন বলেন, এটি একটি রোমান্টিক ধাঁচের গান। গানের ভিডিওতে আমাকে একটু ভিন্ন রূপে দেখতে পাবেন দর্শক। আশা করি গানটি সবার ভালো লাগবে।

Check Also

বৈশাখে সালমার দুই গানের ধামাকা মিউজিক ভিডিও

  মিডিয়া ভূবন২৪,কম-: জনপ্রিয় কন্ঠ শিল্পী ক্লোজআপ ওয়ান তারকা সালমা পহেলা বৈশাখ উপলক্ষে নতুন দুইটি …