Home / মিউজিক / ‘দূরবীন’ এর বৈশাখী ধামাকা ‘নাই ভরসা’!

‘দূরবীন’ এর বৈশাখী ধামাকা ‘নাই ভরসা’!

মিডিয়া ভূবন২৪ । বৈশাখে ‘দূরবীন’ ব্যান্ডের ‘এক নিঃশ্বাসের নাই ভরসা’ গানটির মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। গানটি লিখেছেন ‘দূরবীন’ ব্যান্ডের কর্ণধার শহীদ ও হুমায়ূন।সুর করেছেন কণ্ঠশিল্পী শহীদ নিজেই।

দেশের ঢাকা, মাওয়া এবং নরসংদী তিনটি স্থানে মিউজিক ভিডিওর শুটিং চলে। যার মডেল হয়েছেন ‘দূরবীন ব্যান্ডের’ মেম্বারগণ নিজেই।’এক নিঃশ্বাসের নাই ভরসা’ গানটির মিউজিক ভিডিওটি প্রকাশ পেয়েছে ‘ব্যান্ড মিউজিক এক্সপ্রেস’-এর ইউটিউব চ্যানেলে। ‘ব্যান্ড মিউজিক এক্সপ্রেস’ বাংলা গানের একটি প্লাটফর্ম। যার মূল লক্ষ্য বাংলা ব্যান্ডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

“এক নিঃশ্বাসের নাই ভরসা” গানটি শুনতে ইউটিউব লিংক গিয়ে শুনতে পারেন।

Check Also

ওর্ণি রেকর্ডস নিয়ে ইবরার টিপু-বিন্দু কনা

মিডিয়া ভুবন২৪- এবার সংগীত প্রযোজনায় নাম লেখাতে যাচ্ছেন সংগীত দম্পতি ইবরার টিপু ও বিন্দু কনা। …