Home / ছোট পর্দা / নারী দিবসে প্রীতি দওের তিনটি নাটক

নারী দিবসে প্রীতি দওের তিনটি নাটক

মিডিয়া ভূবন২৪- বিশেষ দিবস গুলোকে কেন্দ্র করে নাট্যনির্মাতাদের কাজের চাপ থাকে খুব বেশী। কেননা; দর্শকমহলে গুণী নির্মাতাদের নির্মাণশৈলীর দিকে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় বসে থাকে। তেমনি একজন গুণী নির্মাতা প্রীতি দও। তার সুনিপুণ নির্মাণশৈলীর মাধ্যমে অসংখ্য ভক্তশ্রোতার হৃদয়ে। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে তিনটি নাটক নিয়ে হাজির হচ্ছেন। সম্প্রতি তিনি রাজধানীর উওরার একটি শুটিং হাউজ ও বনানীর কিছু মনোরম লোকেশন নাটকগুলোর শুটিং সম্পন্ন করেছেন। ” সিঙ্গেল মাদার ” শিরোনামের একটি নাটক তার রচনা ও পরিচালনায় এর শুটিং গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারী সম্পন্ন করেছেন। এ নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ; জাকিয়া বারী মম; মিলি বাশার ও মাসুম বাশারসহ অন্যান্য। এ নাটকটি নারী দিবসে আরটিভিতে প্রচারিত হবে। এছাড়া গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারী দয়াল সাহা এর রচনা ও প্রীতি দওের পরিচালনায় “তনু কথা শিরোনামের একটি নাটক এর শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি অভিনয় করেছেন নুশরাত ইমরোজ তিশা; শতাব্দী ওয়াদুূদ; হিন্দোল রায়; নিকুল কুমার মন্ডলসহ আরও অনেকে। নাটকটি নারী দিবসে এনটিভিতে প্রচারিত হবে।

Check Also

অপূর্ব ও মেহজাবিনের‘ফার্স্ট লাভ’ভালোবাসা দিবসের সেরা নাটক

মিডিয়া ভূবন২৪- দারুণ জুটি হিসেবে নিজেদের আবারও প্রমাণ করেছেন অভিনেতা অপূর্ব ও মেহজাবিন চৌধুরী। ভালোবাসা …