Home / ছোট পর্দা / দশ তারকার উপস্থিতি-আড্ডায় এমিথ-এর একদিন

দশ তারকার উপস্থিতি-আড্ডায় এমিথ-এর একদিন

মিডিয়া ভূবন২৪ । দিলারা জামান, শর্মিলী আহমেদ, ওয়াহিদা মল্লিক জলি, ‘চাদনী’ নায়িকা শাবনাজ, তানভীন সুইটি, দীপা খন্দকার, ফারজানা চুমকী, নাজনীন চুমকী, কালিন্দী কনা এবং তাহমিনা সুলতানা মৌ এর উপস্থিতি এবং আড্ডাবাজির মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে পোশাক তৈরী প্রতিষ্ঠান ‘এমিথ’ এর। প্রায় ৫০টি নতুন ডিজাইনের পোশাক নিয়ে রাজধানীর লালমাটিয়াতে পোশাকের প্রতিষ্ঠান ‘এমিথ’ এর এটি দ্বিতীয় শাখা।

যাত্রা শুরুর ১৬ বছর পর ‘এমিথ’ তার দ্বিতীয় শাখা খুলল। শাখা উদ্বোধন নিয়ে ‘এমিথ’ কর্ণধার সাজিয়া লুবনা বলেন, আমার স্বামী, শ্বশুর-শাশুড়ি এবং তিন সন্তান আমার প্রথম পরিবার। তারপর এই এমিথ। ১৬ বছর পর এর দ্বিতীয় শাখা খুলছি এবং এর উদ্বোধনে যারা এসেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই।’ তিনি আরো জানান, স্বামী শ্বশুর শাহ মুহাম্মদ মাহবুবুল্লাহ, শ্বাশুড়ি রহিমা মাহবুব এবং স্বামী শাহ আহমেদ জুবায়ের এর পূর্ণ সহযোগিতা ছাড়া এই পথ চলা সহজ হতনা।

সর্বশেষ তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ পোশাক ডিজাইন করেছেন বলে জানান সাজিয়া আফরিন লুবনা। এর আগে ‘ইউটার্ণ’  সিনেমায়ও পোশাক সজ্জার দায়িত্বে ছিলেন তিনি। এছাড়া অনেক টিভি নাটক এবং নিজ মঞ্চনাট্যদল নাট্যকেন্দ্রের নাটকেও পোশাক ডিজাইন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্বের সাবেক এই শিক্ষার্থী। শাড়ি এবং থ্রি পিস মূলত বৈশাখ উপলক্ষ্যে ডিজাইন হয়েছে জানিয়ে সাজিয়া লবুনা জানান তিনি নাট্যদল নাট্যকেন্দ্র এর সদস্য।।

প্রদীপ প্রজ্বলন আর ফিতা কাটা দিয়ে যাত্রা শুরু হয় এমিথ’ এর দ্বিতীয় শাখার পথ চলা। পরে বৈশাখের খাবার আর আড্ডায় কাটে সময়। দশ তারকা এবং অন্যান্যদের গল্পে কথায় আর কেনাকাটায় মুখর হয় এমিথ।

আড্ডায় দিলারা জামান বলেন, স্বপ্ন বাস্তবায়নে সাহস লাগে। পরিবার সামলে স্বপ্নকে এগিয়ে নিতে মানসিক দৃঢ়তা লাগে। লুবনার এমিথের দ্বিতীয় শাখা এ স্বপ্নের অসাধারণ বাস্তবায়ন। বিশ্বাস করি এমিথ সারা দেশে তারা শাখা উন্মুক্ত করবে। ‘চাঁদনী’ খ্যাত এক সময়ের তারকা নায়িকা শাবনাজ বলেন, এমন উদ্যেগ আমাদের অনুপ্রাণিত করে । একজন নারী কিভাবে সব সামলে তার স্বপ্নকে এগিয়ে নিয়ে চলে এটি তার বড় প্রমাণ।

আড্ডায় জানানো হয় সপ্তাহে একদিন এমিথ প্রাঙ্গনে আড্ডার আয়োজন হবে। তাতে থাকবে গান কবিতার আসর।

Check Also

পহেলা বৈশাখ বিশ বছরে পা রাখছে একুশে টেলিভিশন

মিডিয়া ভূবন২৪- ১লা বৈশাখ ১৪২৬ (১৪ এপ্রিল, ২০১৯) বিশ বছরে পা রাখছে বেসরকারী খাতে দেশের …